বরিশালে ১০ হাজার গাছ লাগাতে ছাত্র ফেডারেশনের বৃক্ষরোপণ কর্মসূচিঃ প্রাণ-প্রকৃতি রক্ষার রাজনীতিকে বিকশিত করতে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে বৃক্ষরোপণ শুরু করেছে ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। বিকেল ৪টায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব ও বজ্র নিরোধক তালের চারা রোপনের মধ্যে দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, দপ্তর সম্পাদক জান্নাত নিপু, সদস্য সজিব ইসলাম সানি, তাহসান ইসলাম ও জাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।
এসময় জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ বলেন, চলতি বছরে ছাত্র ফেডারেশন বরিশাল শহরের মধ্য ১০ হাজার বৃক্ষরোপণ করবে। একইসাথে তিনি প্রত্যেক মানুষকে অন্তত একটি গাছ লাগিয়ে ১৬ কোটি বৃক্ষরোপন কর্মসূচির সাথে সংহতি জানানোর আহ্বান জানান।
ছাত্র ফেডারেশনের উদ্যোগে যশোরে বৃক্ষরোপণ শুরুঃ৫ জুন সন্ধ্যায় বিভিন্ন রকমের ফল ও ফুলের চারা রোপণের মাধ্যামে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছাত্র ফেডারেশন যশোর জেলার নেতৃবৃন্দ জানান পর্যায়ক্রমে তারা যশোরে বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন।
এসময়ে নেতৃবৃন্দ বলেন, প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন সম্ভব নয়, বরং প্রকৃতিকে ভালোবেসে, পরিবেশ প্রকৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। একইসাথে তারা প্রত্যেক জনগণকে চলতি বছরে অন্তত একটি গাছ লাগিয়ে দেশব্যাপী ১৬ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানানোর আহ্বান জানান।
পরিবেশ দিবসে চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের বৃক্ষরোপণঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ৫ জুন পরিবেশ দিবসে চট্টগ্রামে গাছ রোপণ করে ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম মহানগর শাখা। নগরীর কদম মোবারক এম. ওয়াই. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন এবং চেরাগি পাহাড় মোড়ে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ জামান জনি, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রিপন বড়ুয়া, সদস্য-সচিব আজিউর রহমান আশাফ, সদস্য শ্রীধাম কুমার শীল, ফারিহা তাসনিম সহ প্রমুখ।
ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের জনগণের প্রতি উন্নয়নের নামে বৃক্ষ নিধনের প্রতিবাদে সোচ্চার হওয়া এবং পরিবেশ প্রকৃতি রক্ষায় এগিয়ে আসার আহবান জানানো হয়।
Leave a Reply